শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

তাসকিনের একাই সিনেমা করা উচিত : শাকিব খান

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬৫
তাসকিনের একাই সিনেমা করা উচিত : শাকিব খান

চলচ্চিত্রের সর্বোচ্চ নায়ক শাকিব খানের যেন এখন একছত্র অধিপতি। পর্দার পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও দেখছেন সফলতা। শুধু কি তাই? সাম্প্রতিক সময়ে খেলার মাঠেও আলোচনায় ছিলেন শাকিব; কিনে নিয়েছিলেন বিপিএলের ঢাকা ক্যাপিটালস দল।

 

সদ্যই শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক’ বিশ্বের একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ ও বিএসটিআই সনদ লাভ করে। প্রতিষ্ঠানটির অন্যতম এই মাইলফলকে গত রোববার দুপুরে রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে আয়োজিত হয় এক জমকালো অনুষ্ঠান। এ সময় শাকিব খানসহ উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, তামজিদ তামিমরা।

বলে রাখা ভালো, শাকিব খানকে স্বচক্ষে এবারই প্রথম দেখলেন তাসকিন আহমেদ। এ সময় বেশ আপ্লুতও হয়ে পড়েন তিনি। এই ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয়, ‘শাকিব খানের সঙ্গে সিনেমা করবেন কি না?’ তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।’

 

এরপরই মঞ্চে উঠে তাসকিনকে নিয়ে কথা বলেন শাকিব খান। তাসকিনের সিনেমা প্রসঙ্গ তুলে এই মেগাস্টার বলেন, ‘বিপিএলে তাসকিন খুব ভালো খেলেছে। সেও তো হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত। সেইসঙ্গে বিপিএলে আমার টিম ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ তামিম অনেক ভালো খেলেছে, সেও হিরো।’

 

এদিকে ঈদে শাকিবের ‘বরবাদ’ মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার টিজার ও গান প্রকাশের পর সাড়া ফেলেছে। শাকিব বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো। এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। ‘বরবাদ’ মুক্তির পর যারা দেখবেন পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT