ঈদ পরবর্তী উপহার হিসেবে গ্রাহকদের জন্যে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে চীনা মোবাইল সেট নির্মাতা কোম্পানি ভিভো। এখন ভি-১৫ প্রো স্মার্টফোনটি পাওয়া যাবে ৩৫ হাজার ৯৯০ টাকায়, যা আগে ছিলো ৩৯ হাজার ৯৯০ টাকা। একইভাবে ভিভোর ভি-১৫ ও ওয়াই-১৭ পাওয়া যাবে ২৫ হাজার ৯৯০ ও ২০ হাজার ৯৯০ টাকায়, যার পূর্ব মূল্য ছিল যথাক্রমে ২৭ হাজার ৯৯০ ও ২২ হাজার ৯৯০ টাকা।
গত মঙ্গলবার (২০ আগস্ট) ভিভো বাংলাদেশের পক্ষ থেকে ঈদ পরবর্তী এ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জনাব ডিউক বলেন, ‘আমরা সবসময়ই মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করার চেষ্টা করি। আমাদের এ উপহার বাংলাদেশি গ্রাহকদের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিবে বলে আশা করি। আর আমদানিকৃত স্মার্টফোনে বাড়তি শুল্ক আরোপের পরেও ভিভো ফোনের খুচরা মূল্য না বাড়ায় বাংলাদেশি গ্রাহকরা স্বস্তিতে রয়েছেন। তাই গ্রাহকদের পছন্দের তালিকায় ভিভোই শীর্ষে থাকবে বলে আমাদের প্রত্যাশা।’
উল্লেখ্য, ভি-১৫ প্রোতে রয়েছে এআই প্রযুক্তিসহ পপআপ ক্যামেরা। রয়েছে ৬ দশমিক ৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও ৬ জিবি র্যাম, ১২৮ জিবি রম। ভি-১৫ ফোনটিতে রয়েছে ৬ জিবি র্যাম, ৩২ মেগাপিক্সেলের (এমপি) পপআপ সেলফি ক্যামেরা। ভিভো ওয়াই-১৭ এ রয়েছে এআই প্রযুক্তিসহ ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম।
Leave a Reply