জন্মগত শারিরীক প্রতিবন্ধী তৌহিদ। বাবা মারা যাওয়ার পরই চরম দারিদ্র্যতাকে জয় করতে অদম্য মনোবল নিয়ে ভ্যান চালিয়ে কোন রকম দু’বেলা দুমুঠো ভাতে মা’কে নিয়ে সংসার ও লেখাপড়ার খরচ চালায়। এইচএসসি দ্বিতীয়বর্ষে অধ্যয়নরত শারিরীক প্রতিবন্ধী তৌহিদ’কে সহযোগিতার হাত বাড়িয়ে দ্বাদশ শ্রেণির বই কিনে দিলেন সেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কলারোয়া’।
তৌহিদ উপজেলার কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে। সে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজে এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নরত। রবিবার ( ২২ সেপ্টেম্বর ১৯) সকালে সমাজ সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কলারোয়া’র আয়োজনে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর অফিস কার্যালয়ে প্রধান অতিথি সমাজ সেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন বই তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব শেখ শাহজাহান আলী শাহিন, উপজেলা সাংবাদিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন রাজ, আলোকিত কলারোয়ার পাঠাগার ও সহকারী অফিস সম্পাদক বি এম রিজভী আহমেদ, যুব কল্যান সম্পাদক মুরাদ হাসান, যুব উন্নয়ন সম্পাদক কামরুল এহসান কাকন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমূখ।
Leave a Reply