যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জসহ ৪ জনকে দায়িত্বে অবহেলার অভিযোগে শার্শা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, গত ৫ মার্চ রাতে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৫০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা জব্দ করে। কিন্তু পরে সেগুলো মালখানা থেকে উধাও হয়ে যায়।
শার্শা থানা সূত্রে জানা যায়, উপপুলিশ পরিদর্শক আবুল হাসান, অফিসার ইনচার্জকে না জানিয়ে গভীর রাতে মালখানা থেকে মুন্সি আব্দুল মান্নানের সহযোগিতায় একটি মামলার আলামত বের করে নিজ হেফাজতে রাখে। কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই আবু বকর সিদ্দীক বিষয়টি সম্পর্কে অফিসার ইনচার্জ আতাউর রহমানকেও জানায়নি।
ওসি আতাউর রহমান বলেন, রাত সাড়ে ৩টার সময় আমি যখন বিশ্রামে ছিলাম তখন কর্তব্যরত ডিউটি অফিসার সিদ্দীকুর রহমান, কনস্টেবল আব্দুল মান্নান (মুন্সী) এবং উপসহকারী পরিদর্শক আবুল হাসান তাদের ভুল বুঝিয়ে মালখানা থেকে কৌশলে মামলার আলামত বের করে নিজ হেফাজতে রাখেন। এ ঘটনায় শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানকে শার্শা থানা থেকে আরআরএফ খুলনা অফিসে বদলি করা হয়েছে। এছাড়া উক্ত ঘটনার সঙ্গে জড়িত উপপুলিশ পরিদর্শক আবুল হাসান, এএসআই আবু বকর সিদ্দীক, কনস্টেবল আব্দুল মান্নানকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে অন্যত্র বদলি করেছেন জেলা পুলিশ সুপার।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে শার্শা থানার অফিসার ইনচার্জসহ ৪ জনকে শার্শা থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
Leave a Reply