আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছেত হারুন চৌধুরীর কাছে ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না ও ইউপি সচিব সিরাজুল ইসলাম নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল বাছেত হারুন চৌধুরীর কাছে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাইয়ূম, চেয়ারম্যানের চাচা সাইদুল্লাহ চৌধুরী, গুনাকরকাটি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম, উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু তাহের প্রমূখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, গুনাকরকাটি মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু তাহের।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুর হাকিম ও ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর। অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত চেয়ারম্যান কুল্যা ইউনিয়নের সাবেক দুই প্রয়াত চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম ও আব্দুল ওয়াদুদ এর কবর জিয়ারত করেন।
Leave a Reply