দিনাজপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহানুর রহমান সোহান (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার বিরামপুর থানাধীন দক্ষিণ দামোদরপুর (বাসুপাড়া) গ্রাম থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সোহানুর বিরামপুর থানার দামোদরপুর (বাসুপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
র্যাবের সহকারী পরিচালক নাজমুস সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত ।
Leave a Reply