দুই প্রতিবন্ধী ছেলে নিয়ে সাতক্ষীরা শহরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন শ্যামনগরের দাতিনাখালি গ্রামের বাসিন্দা সুন্নত আলী। ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে তার হাতে ভ্যান তুলে দিয়েছে ‘হিউম্যানিটি ফার্স্ট’ নামক সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যলয়ে হিউম্যানিটি ফর্স্টের উদ্যোগে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভ্যানটি হস্তান্তর করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, হিউম্যানিটি ফার্স্টের পরিচালক প্রভাষক ইদ্রিস আলী, গাজী আসাদ, শাহিন বিল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনটি শততম প্রজেক্ট হিসেবে এই ভ্যানটি প্রদান করা হয়েছে জানিয়ে ইদ্রিস আলী বলেন, ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে সুন্নত আলীকে একটি ভ্যান প্রদান করেছি। এর আগে আমরা আরও ১৯ জনের কর্মস্থান সৃষ্টি করেছি।
তিনি আরো বলেন, মানবিক কাজের মহান লক্ষ্যে ২০১৮ সালের মে মাসে কয়েকজনকে নিয়ে অসহায় মানুষদের জন্য কিছু একটা করার উদ্দেশ্যে ‘আগে মানবতা পরে অন্য কথা’ স্লোগানকে ধারণ করে ‘হিউম্যানিটি ফার্স্ট’ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে নানান সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
Leave a Reply