আশাশুনি উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান এস.এম শাহনেওয়াজ ডালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে নিজেদের ধর্ম পালন করেছেন। ‘ধর্ম যার যার,উৎসব সবার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আসন্ন শারদীয় দূর্গা পূজাও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে। এজন্য প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা ও নেতাকর্মীদের স্বজাগ দৃষ্টি থাকবে।
তিনি শনিবার (০৫ অক্টোবর) দুপুরে খাজরার গদাইপুরে ব্যক্তিগত উদ্যেগে খাজরা ইউনিয়নের ১৩টি দুর্গা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অসহায় দুঃস্থ্য ব্যক্তিদের মাঝে পোশাক বিতরণকালে এসব কথা বলেন।
পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খাজরা ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল।
এসময় আরও উপস্থিত ছিলেন ১৩টি দূর্গা মন্দিরের সভাপতি,সাধারন সম্পাদকবৃন্দ,আইন শৃংখলা বাহীনির বিশেষ ফোর্স এস,আই সিদ্দিক ও সঙ্গীয় ফোর্স,ইউপি সদস্য রামপদ সানা,জালাল মোড়ল,অনুপ কুমার,হোসেন আলী, প্রমুখ ।
Leave a Reply