দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে স্থানীয় সংবাদকর্মীদের ভূমিকা বিষয়ে সাতক্ষীরায় মতবিনিময় সভা

আসাদুজ্জামান
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ২০৭

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বেগমান করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের ইতিবাচক ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে শুক্রবার সকালে প্রেসক্লাব হলরুমে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সনাক সাতক্ষীরার সভাপতি আবুল বাসারের (পল্টু) সভাপতিত্বে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সনাক সদস্য ও সিনিয়র সংবাদিক কল্যাণ ব্যানার্জি। এ সময় আরো বক্তব্য রাখেন, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌাধুরী, আবুল কালাম আজাদ, আনিসুর রহিম, সহ-সভাপতি আশেক-ই-ইলাহি, সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, এম. কামরুজ্জামান, সনাক সদস্য কিশোরী মোহন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি মহান মুক্তিযোদ্ধের চেতনার পরিপন্থি, সাংবাদিক বন্ধুরা পারে তাঁদের লেখনী ও অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৃত অবস্থা ও তথ্য প্রকাশে ভূমিকা রাখতে, যা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করতে পারে। বক্তারা এ সময় দেশব্যাপী দূর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT