খালেদা জিয়াকে মুক্ত করতে তার দল দেড় বছরে দেড় মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৯ আগস্ট) মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি ভুল রাজনীতি করে দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তারা তাদের নেত্রীকে মুক্ত করতে দেড় বছরে দেড় মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। তারা আদালতে ব্যর্থ, তারা রাজপথে ব্যর্থ। এখন বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে নালিশ করা ছাড়া, তারা আর কোনো উপায় পাচ্ছে না। বিদেশিদের কাছে নালিশ করছে, কান্নাকাটি করছে।’
তিনি বলেন, ‘শেষ পর্যন্ত উপায় না পেয়ে এখন নাকি জাতিসংঘে যাবে বিএনপি। এসবই প্রমাণ করে রাজনীতিতে দলটি কতটা দেউলিয়া হয়ে গেছে।’
এ সময় রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে শুক্রবারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ ঘটনায় যারা নিঃস্ব হয়েছেন, পুনর্বাসন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ এবং স্থানীয় সংসদ সদস্য তাদের পাশে থাকবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্তরা ভাষণ শুনতে চায় না, সহায়তা চায়, পুনর্বাসন চায়। আমরা সেই ব্যবস্থা করব।’
Leave a Reply