দেবহাটায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দূর্যোগ শাখার অধীনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে টিন ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন প্রমুখ।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের প্রত্যেককে ৯ বান টিন ও নগদ ৩ হাজার হারে টাকা প্রদান করা হয়।
Leave a Reply