দেবহাটায় ট্রলি চাঁপায় স্কুল ছাত্রীর মৃত্যু

আসাদুজ্জামান
  • আপডেটের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩
সাতক্ষীরার দেবহাটায় ট্রলি চাঁপায় মিম আক্তার নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রোববার (০২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার
সাতক্ষীরার দেবহাটায় ট্রলি চাঁপায় মিম আক্তার নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রোববার (০২ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ট্রলি চালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করেছে।
মিম আক্তার (০৭) দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও দেবহাটা উপজেলার কলবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
দেবহাটা থানার ওসি হযরত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মিম তার বান্ধবীদের সাথে স্কুলে আসছিল। এসময় মাটি বহনকারী একটি ট্রলি দ্রুতগতিতে এসে স্কুলের সামনে তাকে চাঁপা দেয় । এতে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় জনতা এসময় ট্রলি চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মুন্নাকে আটক করে থানায় নিয়ে যায়।
তিনি আরো জানান, মিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT