শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

দেবহাটায় ভিলেজ ডক্টরস ফোরামের সমাবেশ

কবির হোসেন
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮

দেবহাটায় ভিলেজ ডক্টরস ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসার সভাকক্ষে ভিডিএফের উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেনের সঞ্চালনায় ভিডিএফের উপজেলা সভাপতি ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ মাও: মুহাদ্দিস রবিউল বাশার।

 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ভিডিএফের জেলা কমিটির বিশেষ উপদেষ্টা ও সাতক্ষীরা সিটি কলেজের উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, জেলার অন্যতম সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুুল, ভিডিএফের জেলা কমিটির সভাপতি আফতাবুজ্জামান, উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাও: অলিউল ইসলাম, বিশেষ উপদেষ্টা ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, কুলিয়া ইউনিয়ন কমিটির বিশেষ উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর মাও: আনারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন কমিটির বিশেষ উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু ইউসুফ, সখিপুর ইউনিয়ন কমিটির বিশেষ উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী, নওয়াপাড়া ইউনিয়ন কমিটির বিশেষ উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুব আলম, দেবহাটা ইউনিয়ন কমিটির বিশেষ উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হোসেন।

বক্তরা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি স্বাস্থ্যসমৃদ্ধ জাতি দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা ৮৫ ভাগ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। এই গ্রামাঞ্চলে এমবিবিএস পাশ করা ডাক্তার নেই বললেই চলে, ফলে গ্রাম পর্যায়ের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবার জন্যে পল্লী চিকিৎসকদের শরণাপন্ন হতে হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাড়ির দোরগোড়ায় অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা পল্লী চিকিৎসকদের মাধ্যমে পেয়ে থাকেন। গ্রামের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে পল্লী চিকিৎসকগণ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারেন আমাদের দেশে এমবিবিএস পাশ করা ডাক্তারের যথেষ্ট অভাব রয়েছে, সেক্ষেত্রে বিশেষ করে গ্রাম পর্যায়ের চিকিৎসা ব্যবস্থায় পল্লী চিকিৎসকদের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য। দ্রুততম সময়ের মধ্যে তৃণমূল জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পল্লী চিকিৎসকগণ ভ‚মিকা রাখতে পারে ।

 

এজন্য ডাক্তার একটা মহান পেশা ডাক্তাররা পারে মানবসেবার কাজ করতে। মানুষের সেবার পাশাপাশি দ্বীনের কাজ করতে হবে তাহলে দুনিয়ায় শান্তি ও পরকালে মুক্তি লাভ করা যাবে। একজন ডাক্তারের যেমন মানুষ সেবার প্রয়োজন তেমনি ইসলামের দাওয়াত দেওয়া প্রয়োজন রয়েছে, সাধারণ মানুষ যতটা দাওয়াতী কাজ করতে না পারে তার থেকে দ্বিগুন পারে একজন গ্রাম ডাক্তার । এজন্য সমাজে গ্রাম ডাক্তারের বা পল্লী চিকিৎসকদের ভ‚মিকা অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT