দেবহাটায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলফাতুন্নেছা, দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্কুল এসএমসি কমিটির সদস্য কে.এম রেজাউল করিম, দেবহাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক আশরাফুল আলম প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালক ছিলেন ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবরান আলী।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সরকারের শিক্ষার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে শতভাগ শিক্ষা নিশ্চিত করণের আহবান জানান।
Leave a Reply