নলতা আহ্ছানীয়া মিশনের অধিনস্থ চিনেডাঙ্গা মহিলা মিশনের নির্মাণ কাজ পরিদর্শণ করেছেন কেন্দ্রীয় মিশনের কর্মকর্তারা। পরিদর্শন শেষে তারা দোয়া অনুষ্ঠানে যোগ দেয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা শাখা মিশন পরিদর্শন করেন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে চিনাডাঙ্গা মিশনের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পদক হারুন অর রশীদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর কেবি হাউস এর স্বত্তাধীকারী একেএম ওয়াহিদুজ্জামান আহছানি।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মিশনে কর্মকর্তা আবুল কাশেম, আব্দুস ছাত্তার, একরাম হোসেন, নাহিদুল ইসলাম, আব্দুল মজিদ, চন্ডিপুর আহ্ছানীয়া মিশনের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মুজিবর রহমান, মাঘরী মিশনের সাধারণ সম্পাদক মহাসিন আলী হালদার প্রমুখ।
এসময় দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, আলমগীর হোসেন, নাসিরউদ্দীন মিন্টু, চিনেডাঙ্গা মিশনের সকল কর্মকর্তা, স্থানীয় মুসল্লিগন উপস্থিত ছিলেন। এদিকে পরিদর্শন শেষে কেবি হাউস এর স্বত্তাধীকারী একেএম ওয়াহিদুজ্জামান আহছানি চিনেডাঙ্গা মহিলা মিশন নির্মানের কাজ এগিয়ে নিতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার এবং নির্মান কাজের জন্য আরো এক লক্ষ টাকা অনুদান প্রদানের আস্বাস প্রদান করেন।
Leave a Reply