দেবহাটার সখিপুর আলিম মাদ্রাসার নব-নির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি মাদ্রাসাটির নুতন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ উপস্থিত ছিলেন।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানটিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মারুফ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, প্রভাষক তবিবুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আলহাজ্বডা: শফিকুল ইসলাম সহ শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply