দেবহাটায় মাছুরা খাতুন (৩৫) নামের এক অসহায় মহিলার বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (০৩ মার্চ) বিকালে ভিকটিম মাছুরা খাতুন বাদি হয়ে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় জড়িতের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।
তিনি উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলীর স্ত্রী। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার বিকালে মাছুরা খাতুনের বাড়ী সংলগ্ন একটি শালিস চলাকালে শালিসে উপস্থিত নাশকতা মামলার আসামী ও ইউপি সদস্য সাহেব আলী সরদারের সাথে কথা কাটাকাটি হয় তার। এঘটনার পরদিন সকাল ৯টার দিকে ওই ইউপি সদস্যের নির্দেশে উত্তর পারুলিয়া গ্রামের ওমর আলী সরদারের ছেলে ওহাব আলী সরদার (৪৫), সাহেব আলী সরদারের ছেলে শাওন সরদার (২০), গোলাম সরদারের ছেলে বাবলু সরদার (২৮), মৃত সাবুর আলী গাজীর ছেলে তরিকুল ইসলাম (৩০), গোলাম সরদারের ছেলে হারুন সরদার (৩৫), পাশ্ববর্তী মনিরুল ইসলাম (২২), মধু সরদার (২৭) এবং ওহাব আলী সরদারের ছেলে রাজু সরদার (৩২) লাঠিশোটা নিয়ে অতর্কিত মাছুরা খাতুনের বাড়ীতে অনধিকার প্রবেশসহ তাদেরকে জিম্মি রেখে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে অর্ধলক্ষাধিক টাকার ক্ষতিসাধন ও প্রায় দেড় লক্ষাধিক টাকা মুল্যের স্বর্ণালঙ্কার লুট করে।
এঘটনার পরদিন হামলাকারী উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে দেবহাটা থানায় অভিযোগটি দায়ের করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক তদন্ত উজ্জল কুমার মৈত্র জানান, দায়েরকৃত অভিযোগটি তদন্ত পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply