দেবহাটায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সমাবেশ, আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (০৫ মার্চ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অভিমুখে নারী সমাবেশ, আবৃত্তি ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন নাহার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা কলেজের প্রভাষক আবু তালেব মোল্যা সহ উপজেলার বিভিন্ন এলাকার নারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply