দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) বিকালে পারুলিয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. গোলাম মোস্তফা ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, সহ-সভাপতি নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ওসমান গনি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোনায়েম হোসেন ও আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ মারুফ হোসেন, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ আওয়ামীলীগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply