দেবহাটায় ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভাটিতে নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সভায় দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, দেবহাটা কলেজের সভাপতি আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, হাজী কেয়ামউদ্দন মেমোরিয়াল মহিলা কালেজর অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ সহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply