দেবহাটায় ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া প্রতিযোগীতা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দেবহাটা ফুটবল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ এবং আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, ক্রীড়া ব্যাক্তিত্ব আফসার আলী মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল গনি, খেলাধুলার মাধ্যমে মন ও শরীর ঠিক রাখা যায় উল্লেখ করে বলেন, একমাত্র খেলাধুলার মাধ্যমেই বিশ্ব অতি দ্রুত পরিচিতি লাভ করা যায়। আজকে ক্রিকেটের মাধ্যমে আমাদের দেশ সারা বিশ্বে পরিচয়ের পাশাপাশি একটি শক্ত অবস্থানে আছে বলে তিনি বলেন।
তিনি যুব সমাজকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান। উপজেলা চেয়ারম্যান যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বেশী আয়োজন করার জন্য অনুরোধ করেন।
Leave a Reply