দেবহাটায় জাতীয় বাল্য বিবাহ প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাকিবুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য নাইমা শিরিন দীপ্তি প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি শাহিন খাঁন, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক আশরাফুল ইসলামসহ বিভিন্ন পর্যয়ের নারীরা।
Leave a Reply