পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” স্লোগানকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দেবহাটায় ৩ দিনব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে বসেছে এই মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১ টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় মেলার কার্যক্রম। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসার আমজাদ হোসেন।
উল্লেখ্য, মেলাটি আগামী বৃহস্পতিবার ৪টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিদিন সর্বসাধারণের জন্য সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এ মেলা।
Leave a Reply