দেবহাটার কোঁড়া পাঁকড়াতলা (ঋষি পাড়া) মোড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওমর ফারুক সজীব নামের এক শিশুকে গণপিটুনি দেওয়ার ঘটনা দেওয়া হয়েছে। এঘটনায় ঐ শিশুকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের বেডে ব্যাথা যন্ত্রণায় কাতরাচ্ছে।
তবে শিশু পিতা কোঁড়া গ্রামের মৃত আব্দুল গণি পাড়ের ছেলে আবুল হাসান পাড় দেবহাটা থানায় ২জনের নাম উল্লেখ সহ অজ্ঞতনামা একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, গতকাল বুধবার দেবহাটা ফুটবল মাঠে খেলা দেখে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় একাদশ জয়ী হওয়ায় উল্লাস করে ইঞ্জিন ভ্যান যোগে ফেরার পথে সন্ধ্যায় পাঁকড়াতলা মোড়ে পৌঁছায়।
ঐসময় কোঁড়া গ্রামের আবুল হাসানের ছেলে ওমর ফারুক সজীব ঔষধ কিনতে সাইকেল যোগে ঈদগাহ বাজারে যাচ্ছিল। উভয় ঋষিপাড়া মোড়ে পৌঁছালে ইঞ্জিন ভ্যানের সাথে সাইকেলে সামান্য ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে পারুলিয়া সরদার বাড়ি এলাকার আনিছুর গাজীর ছেলে হাসিব(২১), দক্ষিণ পারুলিয়া গ্রামের মিয়ারাজ মোল্যার ছেলে মিলন(২১) ও তাদের সাথে থাকা উৎশৃঙ্খল মাদকাসক্ত ১৫/২০ জন যুবকেরা তাকে এলোপাতাড়ি ভাবে গণপিটুনি দেয়।
তাদের হাত থেকে প্রাণ বাঁচতে পাশ্ববর্তী বাড়িতে আশ্রায় নেওয়ার চেষ্টা করলে সেখানে যেয়ে হাসিব ও মিলন সহ তাদের গুন্ডা বাহিনী আবারো হামলা চালায়। এক পর্যয়ে সজীব মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে তাকে ফেলে চলে যায়। স্থানীয়রা পরে তাকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, খেলা দেখে ফেরার পথে এক শিশুকে পিটিয়ে আহত করার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply