শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

দেবহাটায় প্রতিবন্ধী বৃদ্ধের বন্দোবস্তকৃত জমি দখলের পায়তারা

কবির হোসেন
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২০
  • ১৮১
দেবহাটায় প্রতিবন্ধী বৃদ্ধের বন্দোবস্তকৃত জমি

দেবহাটায় ভুমিদস্যু কর্তৃক গফুর শিকারী (৬০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধ ও তার স্ত্রীর নামে নিরানব্বই বছরের জন্য বন্দোবস্তকৃত সরকারি জমি দখলের পায়তারার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহষ্পতিবার ভুক্তভোগী প্রতিবন্ধী বৃদ্ধ নওয়াপাড়া ইউনিয়নের কালাবাড়ীয় গ্রামের বাসিন্দা মৃত মাওলা বক্স শিকারীর ছেলে গফুর শিকারী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের অফিসে উপস্থিত হয়ে লিখিত অভিযোগটি দায়ের করেন।

এসময় বৃদ্ধের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে অভিযুক্তদের গণশুনানীতে হাজির হওয়ার জন্য নোটিশ করার নির্দেশনা দেন নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। ভুক্তভোগী প্রতিবন্ধী গফুর শিকারী লিখিত অভিযোগে বলেন, আমি একজন ভুমিহীন বৃদ্ধ ও প্রতিবন্ধী। বর্তমানে আমার জীবিকা নির্বাহের সামর্থ্য নেই। আমার দুই ছেলের মধ্যে একজন ভ্যান চালিয়ে আমি ও আমার স্ত্রী সহ আমাদের পরিবারের ৪ সদস্যের ভরন পোষন করে আসছে।

২০০৯ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার কালাচাঁদ সিংহ থাকাকালীন সময়ে আমাদের দুরবস্থার কথা বিবেচনা করে নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর মৌজার, ০১ নং খতিয়ানের ৪৬৪০ দাগের সাবপ্লট ৮৩ এর ১.০০ (এক) একর জমি আমার ও আমার স্ত্রী জেসমিন নাহারের নামে ১১/০৬/২০০৯ ইং তারিখ থেকে আগামী ১০/০৬/২১০৮ ইং সাল পর্যন্ত ৯৯ (নিরানব্বই) বছরের জন্য সরকারি ভাবে বন্দোবস্তের দলিল করে দেন। পরবর্তীতে ক্রমান্বয়ে আমার পাশ্ববর্তী অন্যান্য ভূমিহীনদের মাঝে স্থানীয় সরকারি খাসজমি বন্দোবস্ত প্রদান করা হয়।

বন্দোবস্ত প্রাপ্তির পর থেকে আমার জমিটি আমি পরিবার পরিজন নিয়ে ভোগদখল করিয়া আসছি। কিন্তু আমার ওই জমির পাশ্ববর্তী জমির বন্দোবস্ত প্রাপ্ত কালাবাড়ীয়া গ্রামেরনুর হাওলাদারের চার ছেলে আব্দুর রাজ্জাক হাওলাদার, হাসান হাওলাদার, সাহেব আলী হাওলাদার, কাশেম হাওলাদার ও রামনাথপুর গ্রামের শহর আলীর ছেলে শাহাজান দীর্ঘদিন যাবৎ আমাকে উক্ত জমি থেকে বিতাড়িত করে আমাদের নামীয় বন্দোবস্তের জমিটি জবরদখল বা জোরপুর্বক আমাদের ইচ্ছের বিরুদ্ধে ক্রয় করতে মরিয়া হয়ে উঠেছে।

উল্লেখিত ব্যাক্তিরা আমার পরিবারকে উক্ত বন্দোবস্তের জমি থেকে বিতাড়িত করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত সহ আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে। ইতোপুর্বে বন্দোবস্ত প্রাপ্ত আমার পাশ্ববর্তী জমি থেকে মোশারফ হোসেন সরদারের ছেলে রওশন সরদার ও রমজান গাজীর ছেলে আব্দুল মজিদ গাজীর দুটি পরিবারকে একইভাবে ষড়যন্ত্র ও হুমকি দিয়ে তাদের ইচ্ছের বিরুদ্ধে জমি থেকে বিতাড়িত করেছে। এমতাবস্থায় তিনি তার পরিবার নিয়ে একমাত্র সম্বলটুকু হারানোর ভয়ে শঙ্কিত এবং উল্লেখিত ব্যাক্তিদের অব্যাহত হুমকি এবং ষড়যন্ত্রে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

সেজন্য এসকল ব্যাক্তিদের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে এবং পরিবার পরিজন নিয়ে শেষ সম্বল বন্দোবস্তের জমিটিতে শান্তিপুর্নভাবে বসবাস ও ভোগদখলের ব্যবস্থা করতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাবী জানিয়েছেন অসহায় প্রতিবন্ধী বৃদ্ধের পরিবার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT