দেবহাটায় চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার সরকারি ফরম সংকটের কারণে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও নতুন ভোটার হতে পারছেননা অনেকেই। বুধবার দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ চলাকালীন নতুন ভোটার হতে না পেরে ফিরে যাওয়া অনেকেই এমন অভিযোগ করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, সরকার নির্ধারিত বয়স ও স্থানীয় বাসিন্দা হওয়ায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে ভোটার হতে এসেছেন তারা। কিন্তু সরকারী ভোটার আবেদন ও তথ্য ফরম সংকট থাকায় তাদেরকে ভোটার করা সম্ভব হচ্ছেনা বলে জানিয়ে দিয়েছেন দেবহাটায় দায়িত্বরত নির্বাচন কমিশনের কর্মকর্তা ও ভোটার তালিকা হালনাগাদ করনে সংশ্লিষ্টরা। ফলে বিভিন্ন দুর দুরান্তের কর্মস্থল থেকে এসেও, ভোটার না হতে পেরে নিরাস হয়ে ফিরে যাচ্ছেন সকলেই।
এব্যাপারে পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, এ পর্যন্ত তার ইউনিয়নের প্রায় ৩শ মানুষ ভোটার না হতে পেরে ফিরে গেছেন। নির্বাচন অফিস থেকে বলা হচ্ছে সররকারী ফরম না থাকায় এসকল মানুষকে ভোটার করতে পারছেননা তারা। তাই ভোটার আবেদনের ফরম সরবরাহের জন্য জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছেও দাবী জানান তিনি।
Leave a Reply