সাতক্ষীরার দেবহাটা উপজেলায় রাজু হোসেন (২৫) নামের এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নে মাছের পোনা বিক্রির সময় প্রতারণা করার অভিযোগে তাকেতিন হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
রাজু হোসেন দেবহাটা সদরের বসন্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে এবং বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা ব্যবসায়ী।
কুলিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় অল্প মূল্যের পারশে মাছের রেনু পোনা উচ্চমূল্যে ভাঙ্গাণ মাছের রেনু পোনা হিসেবে বিক্রির মাধ্যমে ক্রেতাদের সাথে প্রতারণাকালে ব্যবসায়ী রাজু হোসেনকে স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য বিক্রি বা সেবা সরবরাহ না করার অপরাধে মৎস্য ব্যবসায়ী রাজু হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী আবু জাফর সিদ্দিকী, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইমাদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply