দেবহাটায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কেএম রেজাউল করিম
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ১৬১

দেবহাটায় জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা শ্রমিকলীগের আয়োজনে পারুলিয়া বাসস্ট্যান্ড থেকে বর্নাঢ্য র‌্যালি প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্ত্বরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন- আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, এশারাত আলী, আয়ুব হোসেন, কবির হোসেন, আব্দুল হাকিম বাবু, ওহাব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মাছুরা সাথী, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা টুটুল, কুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পরান চন্দ্র সরকার, পারুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব অজিয়ার রহমান, সখিপুর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দরা। এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।

স্বাধীন বাংলাদেশে শ্রমিক অধিকার নিশ্চিত করতে জাতির পিতা পরিত্যক্ত মিল-কারখানা, ব্যাংক, বিমা জাতীয়করণ করে পুনরায় চালু করেন। শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। মজুরি কমিশন গঠন করেন। মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন।

আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। শিল্প প্রতিষ্ঠানে শান্তি, উৎপাদন ও উন্নয়ন নিশ্চিত করেছে। উৎপাদন ও উন্নয়নে যারা প্রত্যক্ষভাবে অবদান রাখছেন, সেই শ্রমজীবি মানুষে অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT