দেবহাটার সরকারি খালগুলো নেট-পাটা ও জবর দখলে জর্জরিত শীর্ষক সংবাদ পত্রিকায় প্রকাশের পর সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশনায় খালগুলো থেকে অবৈধ নেট-পাটা অপসারণ অভিযান শুরু হয়েছে। অভিযানের শুরুতেই বুধবার (২৮ আগস্ট) সকালে দেবহাটার কুলিয়া ইউনিয়নের লাবণ্যবতীসহ আশপাশের শাখা খাল সমুহে অবৈধ নেট-পাটা অপসারণে অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম।
অভিযানকালে খাল গুলোর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও বিনষ্ট করা হয়। এসময় দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ইউনিয়ন পরিষদের সচিব খালিদ হাসান খান, ইউপি সদস্য শাহাদাত হোসেন রাজ, আমিরুল ইসলাম, প্রেমকুমার, অচিন্ত কুমার সরকার, ভরত চন্দ্র সরকার, বিকাশ সরকার, নাজমুল হুদা সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply