দেবহাটার পারুলিয়াতে নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরী (১৫) স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সে উপজেলার মাঝ পারুলিয়া (ছেকাই মোড়) এলাকার রজব আলীর মেয়ে ও পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
শনিবার (১৫ মার্চ) দুপুরে স্কুল শেষে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়েছে দাবী করে ভিকটিমের বাবা রাতেই দেবহাটা থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।
ভিকটিমের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তার স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে যাতায়াতের সময় প্রেম প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিলো একই এলাকার শোকর আলী খাঁ’র ছেলে মেহেদী হাসান (২৫)। বিষয়টি নিয়ে তারা একাধিকবার বখাটে মেহেদীর পরিবারকে জানালেও ছেলের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি তারা।
শনিবার সকালে অন্যান্য দিনের মতোই ভিকটিম কিশোরী বাড়ী থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়। পাশাপাশি স্কুল শেষে প্রাইভেট পড়ে বাসায় ফিরতে দেরী হবে বলেও বাসায় অভিভাবকদের বলে যায় সে। পরবর্তীতে দুপুর গড়িয়ে বিকেল হলেও সে বাসায় ফিরে না আসায় স্কুল, প্রাইভেট শিক্ষকসহ সম্ভাব্য সবখানে তার খোজ করতে থাকে ভিকটিমের পরিবারের সদস্যরা। একপর্যায়ে ওই কিশোরীর পাশাপাশি উত্যক্তকারী বখাটে মেহেদীকেও এলাকায় খুজে না পেয়ে অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে থানায় অভিযোগটি দায়ের করেন।
Leave a Reply