দেবহাটায় ৯ আসামী গ্রেপ্তার

কবির হোসেন
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ২১৬
আটক আসামীরা

দেবহাটায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশনায় এএসআই রশিদুল আলম ও এএসআই সোহেল উদ্দীন বৃহষ্পতিবার রাত থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলো, সাজাপ্রাপ্ত আসামী উত্তর পারুলিয়ার সৈয়েদার রহমানের ছেলে হাফিজুল ইসলাম, সিআর ৪৯/১৯ মামলার আসামী দেবহাটার গোপাখালী গ্রামের নুর ইসলামের ছেলে রিপন সরদার, একই মামলার অপর আসামী দেবহাটার ঢেপুখালী গ্রামের মোসলেম গাজীর ছেলে সাইদ মেহেদী, সিআর ৭৭/১৯ মামলার আসামী দেবহাটার হাদিপুর গ্রামের জয়নাল শেখের ছেলে আবির হোসেন, একই মামলার আসামী হাদিপুর গ্রামের ইসহাক শেখের ছেলে ইসরাফিল, সিআর ২৪৭/১৯ মামলার আসামী দেবহাটার গড়িয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহিম মল্লিকের ছেলে আইয়ুব আলী, পিরোজপুরের ভান্ডারিয়ার সিআর ৬৯/১৯ মামলার আসামী দেবহাটার সুবর্নাবাদ গ্রামের ধীরেন সরকারের ছেলে শচীন সরকার, বরিশালের সিআর মামলার আসামী দেবহাটার গড়িয়াডাঙ্গা গ্রামের আইয়ুব আলীর ছেলে শাকিল হোসেন, ভান্ডারিয়ার সিআর ৭৭/১৯ মামলার আসামী দেবহাটার চালতেতলা গ্রামের আবুল কাশেমের ছেলে জামাল গাজী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT