শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রস্তুতি সভা

রিপোর্টার:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৪০

দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রস্তুতি সভায় বক্তরা বলেছেন, ছাত্র কিংবা দলের নাম ব্যাবহার করে কেউ অপকর্ম বা অপরাধ করলে তা দায় কেউই নেবে না। অপরাধী যেই হবে তাকে আইনের আওতায় আনা হবে। দুঃশাসন, ক্ষমতার অপব্যবহার, লুটপাট, অনিয়ম, দুর্নীতি করে কেউ আর পার পাবে না। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতা কোন ভাবে বৃথা যেতে দেওয়া যাবে না। মনে রাখতে হবে অপারাজিত শক্তি আমাদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং অমুসলিম মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার সুযোগ নেবে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তাছাড়া বিগত দিনগুলোতে যেসব অন্যায় হয়েছে তার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় সভায়।

 

বক্তরা আরো দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দেওয়া মামলায় দীর্ঘদিন বাড়ি ছাড়া নেতাকর্মী ও সাধারণ মানুষ। অন্যায় ভাবে মানুষের নামে মিথ্যা ও গায়েবী মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে চাঁদাবাজী ও বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা সহ নানা অপকর্ম চালানো হয়েছে। বিগত ২০১৩ সাল থেকে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা তদন্তপূর্বক প্রত্যাহার করতে হবে। যারা মিথ্যা মামলা ও হত্যার সাথে জড়িত ছিল তাদের নামে মামলা গ্রহণ করতে ওসির নিকট দাবি জানানো হয়। পাশাপাশি পুলিশকে জনগণের বন্ধু হিসাবে কাজ করতে হবে। কোন মানুষকে নতুন ভাবে মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না। জনসাধারণের জানমাল রক্ষায় পুলিশকে নিরপেক্ষতার সাথে হবে। সভায় জামায়াত-বিএনপির নেতৃবৃন্দরা ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত দিনগুলোতে অপরাজনৈতিকতায় আওয়ামী লীগ ছাড়া কোন দলকে সভায় উপস্থিত থাকার সুযোগ ছিল না। জাতীয় দিবসে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। এছাড়া গত মঙ্গলবার (১৩ আগস্ট) রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে কয়েকজন যুবক ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টির বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। সেখানের দায়িত্বরতদের সাথে অসৈজন্য আচারণের বিষয়ে তোলপাড়া হয় সভায়। সরকারি কাজে বাধাগ্রস্থ ও ছাত্রদের নাম ব্যবহার করে কেউ অপকর্ম না করার আহবান জানানো হয়। একই সাথে ১৫ আগস্ট ঘিরে কোন প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে সকলকে সজাগ রাখতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের স্মরণে আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরাবতা পালন করা হয়।

বুধবার (১৪ আগস্ট) বিকাল ৫টায় উপজেলা পরিষদের সভাকক্ষে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা।

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহামুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, জেলার অন্যতম সদস্য এম আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সমন্বয়ক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ ও আবিদ হাসান তানভির প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমাতুল্লাহ গাজী আসমান, উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা এইচ এম ইমদাদুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আমীর মাহাবুব আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পদক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা মৎস্যজীবি দলের মোনাজাত গাজীসহ শিক্ষার্থী, সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT