দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার চলমান কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১ টায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গত ৮ আগষ্ট দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রচারনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা এবং ১১ আগষ্ট দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন দেবহাটা বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রচারণা কর্মসূচিতে অংশগ্রহণ করে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।
এর মধ্যে দেবহাটা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও স্কুল কলেজসহ বিভিন্ন স্থানে চলমান এই কর্মসূচীর অংশ হিসেবে ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী।
এসময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হারুন-অর রশিদ, প্রধান শিক্ষক বিশজিং কুমার মন্ডল, প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, ইউপি সদস্যা ও ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আলফাতুন্নেছা, সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, দেবহাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্কুল এসএমসি কমিটির সদস্য কে.এম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, সাংবাদিক আরিফুল ইসলাম, সাংবাদিক আশরাফুল আলম গৌরব ঘোষ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য সকলকে উদ্যোগী হতে হবে। এধরনের আয়োজন করার জন্য দেবহাটা প্রেসক্লাব নেতবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। তিনি মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেবহাটা গড়তে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে কোথাও কোন অপরাধের ঘটনা ঘটলে তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানান। শেষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
Leave a Reply