সাতক্ষীরার দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও দেবহাটা থানা পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, বিপিএম। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও দেবহাটা থানা ভবন পরিদর্শন করেন তিনি।
এসময় সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুর রহমান জামি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এসআই হেকমত আলী, এসআই প্রদীপ রায়, এসআই মুনিরুল ইসলাম, এসআই আব্দুল জব্বার, এসআই জসীম উদ্দীন, এএসআই মোস্তাফিজুর রহমান, এএসআই মাজেদুল ইসলাম, এএসআই রোকন খান, এএসআই দরবেশ ফকির, এএসআই সোহেল উদ্দীন, এএসআই রশিদুল ইসলাম সহ দেবহাটা থানা পুলিশের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply