শিরোনাম :
সাতক্ষীরার আসিফসহ যারা শহীদ হয়েছেন তাদের অবদানের কথা ভুলে গেলে হবে না : আসিফ মাহমুদ কু প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিবন্ধী নারীর স্বামীকে মারপিটের অভিযোগ! ভারতে ট্রাভেল ডকুমেন্ট ‘পেয়েছেন’ শেখ হাসিনা বিচারাধীন ৬ লাখ: থমকে আছে চাঞ্চল্যকর মামলার বিচারও বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম বিপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১২ ক্রিকেটার কারা? দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান সাতক্ষীরায় আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন সাতক্ষীরায় স্থানীয় জাতের ব্যতিক্রমধর্মী বীজমেলা দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব

দেশের কল্যানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডা. আ.ফ.ম রুহুল হক এমপি

কবির হোসেন
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ২৬০

শারদোৎসবের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের উন্নয়ন ও কল্যানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক এমপি।

শনিবার সন্ধ্যা ৬টায় নেতাকর্মীদের সাথে নিয়ে দেবহাটার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে সকলের প্রতি এ আহŸান জানান তিনি। এসময় এমপি রুহুল হক আরো বলেন, দেশ জুড়ে জাতি-ধর্ম-বর্ন নির্বিশেষে গোটা বাঙালী শারদোৎসবে মেতেছে। বর্তমান সরকারের শাসনামলে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে একসাথে ধর্মীয় উৎসব পালন করে। ঠিক একইভাবে ধর্মীয় উৎসব পালনের মতোই জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে অসাম্প্রদায়িক এই বাংলাদেশের উন্নয়ন ও কল্যানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আ ফ ম রুহুল হক এমপি।

পাশাপাশি পুজা মন্ডপ পরিদর্শনকালে প্রত্যেকটি পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি। এসময় তিনি বহেরা সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ, পুর্ব কুলিয়া সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ, পারুলিয়া সন্যাসখোলা সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ, জেলিয়া পাড়া সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ, সখিপুর পালপাড়া সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ ও গাজীরহাট সার্বজনীন দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

এসকল পুজা মন্ডপ পরিদর্শনকালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যড ওসমান গনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারন সম্পাদক বিধান বর্মন, ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, ইউপি সদস্য আকবর আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT