ওষুধ, সুপারশপ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান ছাড়া ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।
এর আগে দেশের মাদারীপুরের শিবচর ও গাইবান্ধার জেলার সাদুল্লাপুর উপজেলা লকডাউন করা হয়। উপজেলার হবিবুল্লাপুরে দুই আমেরিকা প্রবাসীর আত্মীয় করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় রবিবার (২২ মার্চ) ওই উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
লকডাউনের ঘোষণা দিয়েছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ।
ইউএনওর এক আদেশে বলা হয়েছে, গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ৯ নং বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কাজল মণ্ডলের বোনের বিয়ের অনুষ্ঠানে তাদের আমেরিকা প্রবাসী দুই আত্মীয় উপস্থিত ছিলেন। তারা দুজনই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এছাড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। দুইজন বিদেশফেরত। এতে আক্রান্ত বেড়ে ২৭ জন হয়েছে। সুস্থ হয়েছেন ৫ জন। মারা গেছেন দুইজন। ২৪ ঘণ্টায় আইসোলেশনে আছেন ৪০ জন।
Leave a Reply