শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

দেশের ৮ বিভাগেই করোনা ইউনিট স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপাের্ট
  • আপডেটের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ২৫৭
নতুন নিয়োগ পাওয়া ডাক্তারদের জন্য করোনা ‘আশীর্বাদ’: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি।

দেশের আটটি বিভাগে নতুন করোনা ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে এই করোনা ইউনিট স্থাপন করা হবে। ইউনিটগুলো স্থাপন করার ফলে প্রতিটি বিভাগে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর তথ্য, চিকিৎসা সুবিধাসহ সব ধরনের মনিটরিং ব্যবস্থা সহজ ও জোরদার হবে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

করোনা ইস্যুতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে সে বিষয় নিয়েও আলোচনা করা হয়।

আক্রান্ত দেশগুলো থেকে যাত্রীরা যেন এই মুহূর্তে বাংলাদেশে না আসেন সে বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখার প্রয়োজন হলে রাজধানী ঢাকার কুয়েত মৈত্রী, কুর্মিটোলা জেনারেল হাসপাতালসহ বেশ কিছু হাসপাতাল প্রস্তুত রাখার পাশাপাশি তুরাগ নদের পাড়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত করার জন্যও নির্দেশনা দেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, বিদেশফেরত প্রত্যেক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার সব নিয়ম মেনে চলতে হবে। নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এজন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জোরালো ভূমিকা পালনের নির্দেশনা দেওয়ার জন্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

দেশের চিকিৎসকদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) ছয় হাজার বিশেষ গাউন প্রদানের আশ্বাস দেন।

সভায় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস বিষয়ে অবগত হতে নতুন একটি ই-মেইল আইডি ও ফেসবুক অ্যাকাউন্ট খোলার কথা জানান।

সরাসরি যোগাযোগের জন্য ১৭টি হট লাইন খোলা হয়েছে। নম্বরগুলো হচ্ছে—৩৩৩, ১৬২৬৩, ০১৫৫০০৬৪৯০১, ০১৫৫০০৬৪৯০২, ০১৫৫০০৬৪৯০৩, ০১৫৫০০৬৪৯০৪, ০১৫৫০০৬৪৯০৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

এ সময় আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলামসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT