জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সহ-সভাপতি মিসেস তানিয়া রব বলেছেন, দেশে ছাত্র রাজনীতির নামে ক্ষমতাসীনদের ছত্র ছায়ায় গুন্ডাতন্ত্র চলছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ‘ছাত্রলীগ’ এখন সন্ত্রাসীদের সংগঠনে পরিণত হয়েছে। সারা দেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগ দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে। এ অবস্থা থেকে মুক্তির লক্ষে ছাত্র-জনতাকে জেগে উঠার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৪ টায় বাংলাদেশ ছাত্রলীগ(জেএসডি) ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিসেস তানিয়া রব এসব কথা বলেন।
ছাত্রলীগ ঢাকা মহানগর আহবায়ক মামুন বিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুর রাজ্জাক রাজা, আবদুল্যাহ আল তারেক, হাজী মোঃ আখতার হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ এর আহবায়ক তৌফিক উজ জামান পীরাচা, বাবর আলম বাছেত প্রমুখ।
Leave a Reply