দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত তিন রোগীকে সংক্রমণমুক্ত ঘোষণা করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
রবিবার (১৫ মার্চ) রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আইইডিসিআর পরিচালক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রটোকল অনুসারে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসলে তাকে সংক্রমণমুক্ত ঘোষণা করা হয়। প্রকোটল অনুসারে নমুনা পরীক্ষার পর গত ১৩ মার্চ দুই জনকে করোনা ভাইরাস মুক্ত এবং রবিবার (১৫ মার্চ) অপর ব্যক্তিকে ভাইরাস করোনা মুক্ত ঘোষণা দেওয়া হলো।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩১ জনের। দেশে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ২৩১৪ জন। বর্তমানে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ১০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৮ জন।
অধ্যাপক ডা. ফ্লোরা বলেন, অনেকে বলছেন বাইরে থেকে এসেছি আমার মধ্য কোনো উপসর্গ নেই। আক্রান্ত দেশ থেকে এলে কোনো লক্ষণ না থাকলেও ১৪ দিনের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিতে পারে। এই সময়টাতে জীবাণু ভেতরে থাকতে পারে।
তিনি আরও বলেন, যারা আক্রান্ত দেশ থেকে আসবে তাদের সবাইকে নজরদারিতে রাখা হবে। তারা নিয়ম না মানলে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
Leave a Reply