নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় দাঁড়িয়ে সঠিক ইতিহাসের পথে দেশ এগিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর ডিগ্রি কলেজ মাঠে নবনির্মিত ভবনের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাটরামপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, হাটরামপুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু সাঈদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী এ এস এম শাহিরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply