দ্রুত পুর্নবাসনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরার প্রাণ সায়ের খালের দুই পাড় থেকে উচ্ছেদ হওয়া ভুমিহীনরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, ভুমিহীন পূর্নবাসন বাস্তবায়ন কমিটির সভাপতি জাকির হোসেন ও সাধারন সম্পাদক শিহাব উদ্দীন।
সংবাদ সম্মেলনে ভূমিহীনরা বলেন, আমরা সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার সংলগ্ন প্রাণ সায়ের খালের দুই পাড়ে বসবাসকারী অসহায়, গরিব ভূমিহীন পরিবারগণ। প্রায় ৪০ বছর যাবৎ উক্ত স্থানে বসবাস করে জীবিকা নির্বাহ করছি। আমরা ভ্যান চালিয়ে, দর্জি কাজ করে, দ্বীন মজুর ও মাছ বাজারের শ্রমিকের কাজ করে কোন রকম জীবিকা নির্বাহ করি। শ্রমিকের কাজ করে যা সামান্য উপার্জন করি তা দিয়ে আমাদের এই দ্রব্যমূল্যের বাজারে পরিবারের সদস্যদের মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়াই সম্ভব হয়ে ওঠেনা। তার উপর এখন মাথা গোঁজার কোন ঠাই নেই।
বক্তারা বলেন, জমি ক্রয়ের মতো সামর্থ্য আমাদের নেই। স্ত্রী পরিজন নিয়ে প্রাণ সায়ের খাল পাড়ে একচালা ঘর নির্মাণ করে অতিকষ্টে বসবাস করতাম। কিন্তু প্রাণ সায়ের খাল খনন ও সৌন্দর্য বর্ধন কর্মসূচির কারণে প্রশাসনের নির্দেশ অনুযায়ী সেখান থেকে ঘরবাড়ি ভেঙে এখন বর্ষা মৌসুমে রোদ-বৃষ্টিতে ভিজে স্ত্রী-সন্তান নিয়ে রাস্তায়-রাস্তায় রাত কাটাচ্ছি।
তারা আরো বলেন, ইতিমধ্যে আমরা জেলা প্রশাসকের কাছে শহরের যে কোন স্থানের পতিত খাস জমিতে আমাদের পূর্নবাসনের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমাদের পূর্নবাসন করা হলে স্ত্রী-সন্তান নিয়ে অন্তত খেয়ে না খেয়ে সেখানে মাথা গোঁজার ঠাই হতো এবং বর্ষামৌসুমে স্ত্রী-সন্তান নিয়ে রোদ-বৃষ্টিতে ভিজতে হতোনা। একই সাথে তারা সারাদিন কঠোর পরিশ্রমের পর রাতে একটু শান্তিতে ঘুমাতে পারতাম।
এমতাবস্থায় তারা উচ্ছেদ হওয়া ৪০ টি অসহায় ভুমিহীন পরিবারের দ্রুত পূর্ণবাসনের দাবীতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় অসহায় ভুমিহীন পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply