ধর্ষকের বিচার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩২
ধর্ষকের বিচার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে এসে জাদুঘরের সামনে অবস্থান নেন। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।

পরে দুপুর সোয়া ১টার দিকে কিছু সময়ের জন্য আন্দোলনকারীরা জাতীয় জাদুঘরের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কে তীব্র যানজট দেখা দেয়। অবশ্য কিছুক্ষণ পরেই তারা আগের স্থানে ফিরে যান।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা অধিকাংশই রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তারা সম্প্রতি সারা দেশে ঘটে যাওয়া নারীদের প্রতি বিভিন্ন সহিংসতায় ক্ষুব্ধ। এসব ঘটনায় দ্রুত বিচার চান।

এসময় শিক্ষার্থীদের ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’; ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি নারী নিপীড়নবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।

 

আন্দোলনকারীরা জানিয়েছেন, নারী নিপীড়নের প্রতিবাদে তারা প্রথমে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। কিন্তু রমজানে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এই কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে ব্লকেড কর্মসূচির পরিবর্তে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে যে কোনও অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘিরে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

One response to “ধর্ষকের বিচার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা”

  1. Md Ibrahim Khalil says:

    সহমত পোষন করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT