রাষ্ট্রে পূর্বের এবং সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীদের প্রতি সংঘটিত ধারাবাহিক ধর্ষণ, সহিংসতা, নিপিড়ন ও সাইবার হয়রাণিসহ অভিযোগ প্রমাণিত অপরাধীদের অতিদ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচার ও শাস্তির দাবিতে এবং জনপরিসরে নারীর নিরাপত্তা ও সাইবার সূরক্ষার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় সাতক্ষীরার শহীদ আসিফ চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার সম্মুখসারীর নেতা ইমরান হুসাইনের নেতৃত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখযোদ্ধা বখতিয়ার হোসেন, মনজরুল আলম বাপ্পী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী নূহা আনসারী, নুসরাত মিতু প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরার সম্মুখসারীর নেতা ইমরান হুসাইন বলেন, আমরা সবাই জানি, নারীরা প্রতিনিয়ত এমন অসংখ্য নির্যাতনের শিকার হচ্ছেন, যার মধ্যে ধর্ষণ, সহিংসতা, নিপীড়ন, এবং সাইবার হয়রানি অন্যতম। এই ঘটনাগুলো একদিকে যেমন নারীর শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে, অন্যদিকে আমাদের সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। তাই আমাদের দাবি পরিষ্কার, কোনো অপরাধী যাতে তার শাস্তি এড়াতে না পারে, তাকে কঠোর ও অবিলম্বে বিচার ও শাস্তির আওতায় আনা হোক। অপরাধীকে শাস্তি দেওয়া, আমাদের সমাজের নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, আমরা চাই, যে কোনো ধর্ষণ বা সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত হোক। বিচারিক প্রক্রিয়া যেন কেবল সময়ক্ষেপণ বা বাধাগ্রস্ত না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। আমরা চাই, সাইবার হয়রানি এবং ডিজিটাল অপব্যবহার বন্ধ হোক এবং নারীদের অনলাইন নিরাপত্তা সুরক্ষিত হোক। সাইবার অপরাধীদের কঠোর শাস্তি এবং তাদের বিরুদ্ধে বিশেষ আইনগত ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী মোঃ মুশফিকুর রহমান, আশিকুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ ইব্রাহিম খলিল, মোমিনুর রহমান, আনোয়ারুল ইসলাম সান, মোঃ মেহেদী হাসান, করিমন নেছা শান্তা, সালেহা জান্নাত, তাইবা রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে শহীদ আসিফ চত্ত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশ থেকে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।
ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাচ্ছি👍
ধন্যবাদ
এক একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর।
লাগলে রশি নিয়ে নে, ধর্ষকের ফাঁসি দে।
ধর্ষক যদি একটা ৮ বছরের মেয়েকে ব্লেড দিয়ে গোপনাঙ্গ কেটে ধর্ষণ করতে পারে, তাহলে তাদের জবাই করাতে ও কোন বাধা থাকার কথা নাই। ধর্ষকের ফাঁসি অনা আতিলম্বে কার্যকর করতে হবে।
এক একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর।
লাগলে রশি নিয়ে নে, ধর্ষকের ফাঁসি দে।
ধর্ষক যদি একটা ৮ বছরের মেয়েকে ব্লেড দিয়ে গোপনাঙ্গ কেটে ধর্ষণ করতে পারে, তাহলে তাদের জবাই করাতে ও কোন বাধা থাকার কথা না। ধর্ষকের ফাঁসি অনা আতিলম্বে কার্যকর করতে হবে।