দেবহাটায় উত্তরণের আয়োজনে নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পারুলিয়াস্থ উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অভিমুখে উত্তরনের অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগীতায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশটিতে উত্তরণ সীমান্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে নারী-শিশু ধর্ষণ বন্ধ সহ ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবী জানিয়ে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উত্তরন দেবহাটা কেন্দ্র ব্যবস্থাপক শফিকুল ইসলাম, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলী প্রমুখ। এসময় উত্তরনের ফিল্ড ফ্যাসিলিটেটর শিরিনা আক্তার, ভলেনটিয়ার মিঠুর কুমার দে, গোপাল ঘরামি, দেবদাস সরদার, রেশমা খাতুন সহ উত্তরনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে দেশব্যাপী নারী-শিশু নির্যাতন বন্ধ সহ ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবী জানান বক্তারা।
Leave a Reply