সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
রবিবার (১৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব তমিজুল ইসলাম খানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বিসিএস ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাজকল্যাণ বিভাগে পড়াশোনা করেছেন। তার ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাও আছে।
তিনি ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি সচিব ও ২০১৭ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।
Leave a Reply