শিরোনাম :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগে জেলা বিএনপির কাছে লিখিত আবেদন রেমিট্যান্সে রেকর্ড, ২৬ দিনে এলো প্রায় তিন বিলিয়ন ডলার ইশরাককে মেয়র ঘোষণা করে আদালতের রায় ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না: অর্থ উপদেষ্টা বিকাশ-নগদ-রকেটে দৈনিক ৫০ হাজার টাকা লেনদেন করা যাবে রাষ্ট্রের নাম পরিবর্তনে ভেটো দিয়েছে ১২ দলীয় জোট ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা বললেন, ‘জুনে আবার দেখা হবে’ পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো ‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারকে দায়ী করার অভিযোগ সত্য নয়’

নতুন সরকার মানুষের আস্থাভাজন হবে: ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৭৮

বিদ্যমান সরকার ব্যবস্থা নিয়েও সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সরকার বলে একটা জিনিস আছে। কিন্তু মানুষের কোনও আস্থা নেই।’ নতুন সরকার মানুষের আস্থাভাজন হবে বলেও আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে প্যারিস থেকে দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর গণমাধ্যমে ব্রিফ করেন এই নোবেল বিজয়ী।

ব্রিফিংয়ে ড. ইউনূস বলেন, ‘মানুষ মনে করে সরকার দমন-পীড়নের একটা যন্ত্র। যেখানে সুযোগ পায়, সেখানেই কষ্ট দেওয়া… সকল স্তরে। (জনগণ) ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা; এটা হলো (বর্তমান) সরকার। এটা আসলে সরকার হতে পারে না।’

নিজের সরকার ভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে। যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে; সরকার তার (জনগণ) জন্য দাঁড়ায়নি কখনও।’

নতুন সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। কেউ জোর করে তাকে (জনগণ) বলাবে না যে ভালো হয়েছে… এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে যে আমার লোক। আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা মানুষের মনে ফিরিয়ে আনতে হবে। তাহলে মানুষও যোগ দেবে এটার মধ্যে। মানুষ এখন পিছিয়ে থাকে, মনে করে কীসের মধ্যে আমাদের ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন সবাই মিলে অগ্রসর হতে পারি।’

সারা বাংলাদেশ একটা পরিবার উল্লেখ করে তিনি বলেন, ‘এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব যা কিছু আছে, সেটা সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে, তাদের পথে আনতে চাই; যাতে একসঙ্গে আমরা কাজ করতে পারি।’

আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘আসার পথে শুনলাম এখানে আইনশৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে। মানুষ মানুষকে আক্রমণ করছে, ঘর জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ নষ্ট করছে, অফিস-আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের ওপর আক্রমণ করছে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-আহমদিয়া সবার ওপর আক্রমণ করছে; এগুলো হলো ষড়যন্ত্রের একটা অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এদের রক্ষা, সবাইকে রক্ষা করা। প্রতিটি মানুষ আমাদের ভাই, তাদের রক্ষা করা, একটা ‍শৃঙ্খলা ফিরিয়ে আনা।’

যে বিশৃঙ্খলা-সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের যে যাত্রা শুরু হলো, সেই যাত্রার শত্রু। এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদের বুঝিয়ে-শুনিয়ে হোক কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিয়ে হোক; তাদের বোঝাতে হবে। মেরে-পিটিয়ে… এটা ঠিক না। আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া ঠিক না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও এমন হতে হবে, যেন তাদের হাতে সোপর্দ করেও আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে এটার একটা বিহিত হবে। এমন না যে তাদের হাতে তুলে দিলাম, তারা দুটো টাকার বিনিময়ে আবার ছেড়ে দিলো, এমন যেন না হয়। আমাদের সেই আস্থাটা ফিরিয়ে আনতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT