সাতক্ষীরার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ‘নলকুড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র ৪৫তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ৩মার্চ মঙ্গলবার। মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিতব্য এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব আবদুল মান্নান, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ তানভীর হুসাইন সুজন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এড. তামিম আহমেদ সোহাগ, শ্রমিক নেতা আবদুল্লাহ সরদার, লাবসা ইউনিয়ন পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাবু, লাবসা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম প্রমুখ।
নলকুড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিতব্য উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে কোরানিক সাইন্স এবং তাফসিরে উচ্চতর ডিগ্রিপ্রপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আল্লামা সাদিকুর রহমান আল-আজহারী।
প্রধান আকর্ষণ হিসেবে ইসলামী সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পি মশিউর রহমান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কোরআন হাফেজ মাওলানা মোনোয়ার হোসেন মোমিন।
মাহফিলে মহিলাদের পর্দাসহকারে বসার সুব্যাবস্থা আছে জানিয়ে মাহফিল কমিটির অন্যতম সদস্য জিয়াদ আলী মোড়ল সবাইকে মাহফিলে আসার আহবান জানিয়েছেন।
Leave a Reply