যশোরের শার্শা থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ আসিফ হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শার্শার বসতপুর তিন রাস্তার মোড় নামক স্থান থেকে তাকে এই ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত আসিফ ইকবাল শার্শা থানাধীন উলাশী শেখপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।
এই বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন সাতমাইল টু গোগাগামী পাকা রাস্তার বসতপুর তিন রাস্তার মোড়ে নাইলনের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ১৮ বোতল ফেনসিডিলসহ আসিফ হোসেন নামে এই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক আসামীকে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় রাখা হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply