নারী হিসেবে নিজের পায়ে দাঁড়াতে মহানবী হযরত মুহাম্মদ (স.)-কেই নিজের অনুপ্রেরণা বলে মনে করেন যুক্তরাজ্যের নারী ও সমতাবিষয়ক ছায়ামন্ত্রী নাজ শাহ। হাউস অব কমন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। খবর ‘দ্য ফ্রন্টিয়ার পোস্ট’।
হাউস অব কমন্সে নাজ শাহ বলেন, একজন ব্রিটিশ মুসলিম নারী হিসেবে নিজের পায়ে দাঁড়াতে যে ব্যক্তির কাছ থেকে আমি সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও উৎসাহ পেয়েছি তিনি হলেন হযরত মুহাম্মদ (স.)।
এরপর নাজ শাহ বলেন, ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্ট হযরত মুহাম্মদ (স.)-কে বিশ্বের সেরা বিধানদাতাদের একজন আখ্যা দেয়। মুহাম্মদ (স.)-ই একমাত্র ব্যক্তি যার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি।
এই ব্রিটিশ মন্ত্রী বলেন, মুহাম্মদ (স.) এমন একটা সময়ে পৃথিবীতে এসেছিলেন যখন নারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার থেকে বঞ্চিত করা হতো। তারা ছিলেন শোষিত, বঞ্চিত ও হত্যাকাণ্ডের শিকার। শিশুসন্তান মেয়ে হলে জীবন্ত পুঁতে ফেলা হতো।
তিনি আরও বলেন, সময়ের পরিক্রমায় পরবর্তীতে মহানবী (স.) এমন একটি সমাজ উপহার দেন; যেখানে নারীরা তাদের বেঁচে থাকার অধিকারের পাশাপাশি সম্পত্তি, বিয়ে, উত্তরাধিকার, ভোট প্রদান, সম্মান, মর্যাদা এবং স্বাধীনতাও পেয়েছে।
প্রসঙ্গত, নাজ শাহ ব্রিটিশ লেবার পার্টির একজন রাজনীতিবিদ ও ব্র্যাডফোর্ড ওয়েস্টের সংসদ সদস্য।
Leave a Reply