নির্বাচনি প্রচারণায় গিয়ে মির্জা ফখরুল আহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৭৪
বাংলাদেশকে ‘নতজানু’ করে রাখার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
ফাইল ছবি।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে প্রচারণায় নেমেছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। নির্বাচনের প্রচারণাকালে পিকআপ ভ্যান থেকে পড়ে আহত হয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০) বিকালে এ দুর্ঘটনার শিকার হন তিনি। বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর জানা গেছে।

জানা গেছে, বর্তমানে তিনি স্থানীয় প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জাতীয় পার্টি, বিএনপি ও এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার আসিফসহ ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২১
Design and Developed by IT Craft in association with INTENT